আপডেট: জানুয়ারি ১৮, ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবিশ্বাস্য সাংগঠনিক দুর্দশা প্রদর্শনের পর দল গোছানোর দিকে মন দিয়েছে বিএনপি। গত এক দশক ধরে আন্দোলনের ডাক দিয়ে মাঠে না থাকায় অভ্যস্ত হয়ে পড়া নেতাকর্মীদের ওপর ভরসা হারিয়ে ফেলেছে দলটির শীর্ষ নেতৃত্ব।
তৃণমূল নেতাকর্মীরাও থানা, জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। কর্মসূচি দিয়ে নেতারা মাঠে না থাকা, তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর না রাখাসহ নানাবিধ কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র। যার চূড়ান্ত পরিণতি এবারের নির্বাচনে দেখা গেছে।
প্রশাসন ও ক্ষমতাসীন দলের ধরপাকড় ছিল সত্য; কিন্তু এর বিপরীতে বিএনপির মেরুদণ্ডহীন সাংগঠনিক চিত্র ধরা পড়েছে সবার চোখেমুখে। কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি।
এমনকি বহু কেন্দ্রে এজেন্টেই দিতে পারেনি দীর্ঘদিন নির্বাচনী রাজনীতির বাইরে থাকা দলটি। সব মিলিয়ে লেজেগোবরে অবস্থা বিএনপির।