আপডেট: জানুয়ারি ২১, ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দীঘিরপাড় বটতলা এলাকায় রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার এসআই আবু সাইদ জানান, ওই ব্যক্তি তার স্ত্রী ও ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। সকালে স্বামী-স্ত্রী দুইজনই কাজে বের হন। মেয়ে বাড়িতে একাই থাকে। রোববার দুপুরে মেয়েটির বাবা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবাকে গাছে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।’
এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।