আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯
শামীম আহমেদ॥ জুয়া খেলায় বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এক দিনমজুরের বসত ঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে।
ওই গ্রামের দিনমজুর মিরাজ সরদারের স্ত্রী ইতি বেগম জানান, তাদের বাড়ির পাশ্ববর্তী স্থানে বসে দীর্ঘদিন থেকে জুয়া খেলে আসছিলো পাশ্ববর্তী মোড়াকাঠী গ্রামের জুয়ারী মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কবির, নাসির উদ্দিন ও নয়ন।
শুক্রবার দুপুরে মিরাজ সরদার জুয়ারীদের জুয়া খেলতে বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে জুয়ারীরা ওইদিন রাতে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের প্রাণে রক্ষা করলেও বসতঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়
খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।