আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯
নবীনগর প্রতিনিধি: “মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানবতাবাদী ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কালঘড়া যুব সমাজের আয়োজনে রবিবার সকালে কালঘড়া ফুটবল খেলার মাঠে এই খেলার আয়োজন করা হয়।
এসময় ধারাভাষ্যকার রাসেল আহমেদের সঞ্চালনায় ও উপজেলা মৎস্যজীবী লীগের দপ্তর সম্পাদক মুখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি জহির রায়হান, সাবেক কৃতি ফোটবলার নূর মোহাম্মদ, শফিক খান, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইউসুফ আব্দুল্লাহ তনু,নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি গিয়াস উদ্দিন খান সহ আরো অনেকে।
মোট ২০ ওভারে অনুষ্ঠিত খেলায় কালঘড়া মুন্সী একাদশকে ৩০ রানে পরাজিত করে মোল্লা ক্রিকেট একাদশ বিজয় লাভ করেন।