আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯
বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়রসহ ৫ জনকে শোকজ আদেশ দিয়েছেন আদালত।
আজ ২৭ ফেব্রুয়ারী বরিশালের সিনিয়র সহকারি জজ কাজী কামরুল ইসলামের বিচারাধীন সদর আদালত আদেশ দেন।
শোকজপ্রাপ্ত বিবাদিরা হলেন-বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী ও নগরীর ২২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলি।
প্রসঙ্গত ২৫ ফেব্রুয়ারী ওই আদালতে মামলা দায়ের করেন বরিশাল নগরীর কাজীপাড়া এলাকার মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে মনোয়ার হোসেন।
অভিযোগে উল্লেখ করেন-বিসিসির ২২ নং ওয়ার্ডে সাব কবলামূলে কেনা ৫ শতাংশ জমি রয়েছে। সেখানে তিনি ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন।
বিবাদিদের ওই জমিতে কোন মালিকানা দাবী না থাকা সত্ত্বেও তারা তাকে উচ্ছেদ করার নোটিশ দেন।এধরণের অভিযোগ দিয়ে বাদী তার জমিতে বিবাদীদের সকল কর্মকাণ্ডে স্থায়ী নিষেধাজ্ঞা দাবি করেন।
বাদীর দাবি অনুযায়ী ওই জমিতে বিবাদীদের সকল কর্মকাণ্ডে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেবেন না আগামী ৭ দিনের মধ্যে তার কারণ দর্শাতে প্রত্যেক বিবাদীকে আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।