আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা লালমনিরহাট জেলার তিস্তা ইউনিয়নের বাসিন্দা।
২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি সীমান্তে তাদের আটক করা হয়। লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-লালমনিরহাটের তিস্তা ইউনিয়নের তিস্তা পূর্ব গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫) ও একই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (১৫)।
এলাকাবাসী জানায়, ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১ এর সাব পিলার ৭ এর পাশ দিয়ে দুই যুবক বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে অবৈধভাবে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নিকট তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে।
এ ব্যাপারে লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া জানান, আটক যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।