আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৯
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ ।
জানা যায়,বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি সকালে উপজেলার জাওয়ার ইউনিয়নের জাওয়ার-বোরগাঁও নির্মাণাধীন রাস্তার পশ্চিম পার্শ্বে দুলালীয়া বন্ধে জৈনক ফাইজুল মিয়ার ফিশারির পূর্ব পার্শ্বে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়।
তাড়াইল থানার এসআই গোলাম কবির জানান, খবর পেয়ে আমি থানার স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।আনুমানিক ৪০ বছরের মহিলার গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই ।তদন্ত করে বিস্তারিত জানা যাবে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে ।