আপডেট: ডিসেম্বর ৭, ২০২০
ছাত্রলীগের জনপ্রিয় মুখ রুশী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফট বিভাগের সাবেক শিক্ষার্থী। সর্বশেষ ছাত্রলীগের সম্মেলনে রুশী পাঠাগার উপ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন। ‘বিবাহিতরা পদ পেয়েছে‘ বলে সে সময় যে সমালোচনা উঠেছিল তাতে রুশীর নামও ছিল। কিন্তু রুশী বিবাহিত নন বলে তীব্র প্রতিবাদ করেছিলেন।
সমালোচকরা সে সময় রুশীকে বিবাহিত প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ব্রুশী টলেননি, নিজের স্থান থেকে পরিস্কার বক্তব্য দিয়ে গেছেন। তবে এবার রুশী যখন সত্যি সত্যিই বিয়ে করলেন তখন ছাত্রলীগের বিধিমালাকে ঠিক ঠিক অনুসরণ করলেন। বিয়ের আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বরাবর অব্যাহতি চেয়ে পত্র দেন।
অব্যাহতি পত্রে রুশী লিখেন, ‘আমি রুশী চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগের পাঠাগার বিষয়ক উপ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের সর্ব বৃহৎ ছাত্র সংগঠন। আমি আমার ব্যক্তিগত কারণে ছাত্রলীগে আমার রাজনৈতিক দায়িত্ব প্রাপ্ত পদে আগামীতে থাকতে পারছি না।