আপডেট: জানুয়ারি ১১, ২০২১
রোববার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জানানো হয় বরিশাল মেট্রোপলিটন এলাকায় গত নভেম্বর এবং ডিসেম্বরে ২ শত ৮০ টি অপরাধ সংঘটিত হয়েছে। অপর দিকে জেলায় নভেম্বর ও ডিসেম্বর মাসে ৩৫৫টি অপরাধ সংঘটিত হয়েছে। অপর দিকে ডিসেম্বর ২০১৯ এ অপরাধ সংঘটিত হয়েছে ১৫১টি, মেট্রোপলিটন এলাকায়। ১৫৫টি অপরাধ সংঘটিত হয়েছে জেলায়। বরিশাল মেট্রোপলিটন এলাকায় ডিসেম্বর ২০২০ মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে দেখা যায় দস্যুতা–১টি, খুন–২টি, সিঁদেল চুরি ৯টি, চুরি ১০টি, নারী নির্যাতন ৬টি, অস্ত্র আইন ২টি, মাদক দ্রব্য ৬৪টি, দ্রুত বিচার ১টি, শিশু নির্যাতন ১২টি অন্যান্য অপরাধ হয়েছে ২৮টি। এ নিয়ে দেখা যায় ১৩৫টি মোট অপরাধ সংঘটিত হয়েছে। নভেম্বর ২০২০ তে, দস্যুতা ২টি, খুন ২টি, সিঁদেল চুরি ৫টি, চুরি ১২টি, নারী নির্যাতন ৬টি, মাদকদ্রব্য ৭০টি, দ্রুত বিচার ২টি, শিশু নির্যাতন–১৩, অন্যান্য অপরাধ ৩৩টি, এ নিয়ে নভেম্বর মাসে ১৪৫টি অপরাধ সংঘটিত হয়েছে। বরিশাল জেলায় ডিসেম্বর মাসে খুন হয়েছে ৫টি, সিঁদেল চুরি ১টি, চুরি ৫টি, নারী নির্যাতন ১৭টি, অস্ত্র আইন ২টি, মাদকদ্রব্য ৪২টি, পুলিশ আক্রান্ত ২টি, অন্যান্য ৮২টি এনিয়ে মোট অপরাধ সংঘটিত হয়েছে ১৫৬টি। নভেম্বর ২০২০ জেলায় অপরাধ সংঘটিত হয়েছে ১৯৯টি, এর মধ্যে খুন ৫টি, সিঁদেল চুরি ৩টি, চুরি ২টি, নারী নির্যাতন ৩৫টি, মাদকদ্রব্য ৪২টি, পুলিশ আক্রান্ত ১, শিশু নির্যাতন ১টি অন্যান্য ১১০টি। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, মুক্তিযোদ্ধা বীর প্রতীক মহিউদ্দিন মানিক, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ কে এম জাহাঙ্গীর, সাংবাদিক এস এম ইকবাল, নবাগত পুলিশ সুপার মারুফ আহমেদ, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি হোসেন চৌধুরী, ডিসি সাউথ মোকতার হোসেন, তথ্য কর্মকর্তা জাকির হোসেন, নৌ পুলিশ সুপার কবির উদ্দিন, বরিশাল মেট্রোপলিটনের টি আই মোঃ রবিউল ইসলাম প্রমুখ।