আপডেট: সেপ্টেম্বর ১, ২০১৯
পিরোজপুর প্রতিনিধি: ডাক্তারের ভুল চিকিৎসায় শনিবার (৩১ আগষ্ট) রাতে সুজন হালদার (৪৭) নামের এক এসআই’র মৃত্যু হয়েছে। ওই রাতের ১২টার দিকে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইসমত আরা জাকিয়া জানান,তাকে মৃত্যু অবস্থায় হাসপাতরে নিয়ে আসা হয়েছে।
নিহত ওই এসআই জেলার স্বরূপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মৃত বিরেন্দ্র নাথ হালদারের পুত্র।
নিহতের স্ত্রী স্কুল শিক্ষিকা তপু রানী মন্ডল জানান, তার স্বামী বরিশালের আগৈঝাড়া থানা পুলিশের এসআই হিসাবে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে গত শনিবার (৩১ আগষ্ট) বিকালে বাড়িতে আসেন। ওই রাতে সামান্য পেটের ব্যাথা অনুভব করলে স্থানীয় পল্লী চিকিৎসক শুরেশ চন্দ্রের চিকিৎসা নেন। এতে ওই ডাক্তার তাকে ইনেজকশন দিলে তিনি চরম অসুস্থ অনুভব করেন। পরে ওই রাতের ১২টার দিকে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।