আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯
ফেনী জেলা পুলিশ সুপার মো. নুরুন্নবীর গাড়ী উল্টে ১জন নিহত ও পুলিশ সুপারসহ আরো তিনজন আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বোগদাদিয়া থানা পরিদর্শন শেষে ফেরার পথে পুলিশ সুপার মো. নুরুন্নবীকে বহনকারী গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময়পুলিশ সুপার মো. নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, গাড়ী চালক মংসাই ও গানম্যান আজহার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজহারকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।