আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৯
গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি::টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, (১৫ সেপ্টেম্বর) রোজ রবিবার দুপুর ১১ ঘটিকায়, সুতি ভি এম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে,
উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণকারী দলগুলো হল, গোপালপুর পৌরসভা, হাদিরা ইউনিয়ন, ঝাওয়াইল ইউনিয়ন, নগদা শিমলা ইউনিয়ন, ধোপাকান্দি ইউনিয়ন, হেমনগর ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়ন, মোট ৮ টিমের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মহোদয় কে লাল গালিচা সংবর্ধনা, প্রত্যেক দলের পতাকা উত্তোলন ও দল পরিদর্শন শেষে, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে
খেলা উদ্বোধন করেন টাঙ্গাইল -২ এর মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ও ডক্টর আলিম আল রাজি,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, অত্র প্রতিষ্ঠানের হেড শিক্ষক আব্দুল লতিফ
সহ, সকল ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, এইচ এম রফিকুল ইসলাম, মুকুল ভিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ।