আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে ১৩২ বস্তা সরকারী চাল সহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মো. আ. হক শেখের মালিকাধীন গুদাম থেকে তা আটক করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, স্থানীয়রা ওই সব চাল পাওয়ার বিষয়টি খবর দিলে সেখানে গিয়ে ওই সব চাল পাওয়া যায়। চালগুলো ছিল সরকারী বস্তায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমান চাল রয়েছে। আর এসব বস্তায় খাদ্য গুদামের নাম উল্লেখ সহ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে। আর এ ঘটনায় গুদাম মালিক মো. আ. হক শেখ (৫০) কে আটক করা হয়েছে। আটককৃত ওই সব চাল যাচাই বাছাই চলছে। সরে জমিনে গেলে স্থানীয়রা জানান, ওই সব চাল সোমবার (১৬ সেপ্টেম্বর)দুপুরে ওই গুদামে দেখে সরকারী চাল হিসাবে তাদের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেন।
এ ব্যাপারে ওই গুদাম মালিক ও চালের মালিকানা দাবীকারী মো. আ. হক শেখ জানান, তিনি খাদ্যগুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসাবে ওই চাল উপজেলার শ্রীরামাকঠী গুদাম থেকে সোমবার দুপুরে তা এনেছেন। কিন্তু শ্রীরামাকাঠী খাদ্যগুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানী মৃধার সাথে মুঠোফোনে কথা হলে এ চাল তাদের (খাদ্যগুদাম) নয় বলে তিনি জানান। এমন কি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।