আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৯
মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সজল ভূইয়ার হামলায় গুরুত্বর আহত উজ্জ্বলের মা অঞ্জলী রানী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠকালে জানান, ‘হামলাকারী সজল ভূইয়া আমার ছেলে উত্তমকে বাসা থেকে ডেকে নিয়ে তার কাছে কিছু টাকা দাবী করেন। তাকে টাকা না দেয়ায় সে উত্তমকে মারধর করে । চিৎকার শুনে উজ্জল তার ভাইকে উদ্ধার করতে গেলে সজল ভূইয়া ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে উজ্জলের বুকে ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরে উজ্জল। স্থানীয়রা উজ্জলকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
তার অবস্থার অবনতি হলে পরের দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উজ্জলকে প্রেরণ করা হয়।
এসময় অঞ্জলী রানী সজল ভূইয়াকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
সংবাদ সম্মেলনে বাসদের সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী সহ উজ্জলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।