আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯
ফাইয়াদ কবীর গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে সাড়ে ৯ টায় ঝালকাঠীর আড়দদার পোট্টি এলাকার তার বাসা থেকে ঝালকাঠী টেকনিক্যাল কলেজের উদ্দেশ্যে চলে যায় বিকেল থেকে রাত বারলেও সে বাসায় না ফেরাতে কলেজে খোঁজ নিয়ে জানা যায় সে কলেজে যায় নি। তার সহপাঠীদের সকলের বাসায় এবং সকল আত্মীয় স্বজনদের কাছে গিয়ে অনেক খোঁজার পড়েও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলিট্রিক্যাল বিভাগের প্রথম বর্ষের নিয়মিত মেধাবী ছাত্র।তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় তার সাথে থাকা মোবাইলে যাহার নম্বার ০১৬৪১৬৭৮৬২৪ নং একাধিক কল করা হলে তা বন্ধ রয়েছে। এ বিষয়ে নিখোঁজ হওয়ার বিষয় থানায় সাধারণ ডায়রী করার প্রস্তুতি গ্রহন করেছে নিখোজের স্বজনরা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আনুরোধ করেছে তার পরিবার।
অনুরোধ ক্রমে নিখোঁজ ফাইয়াদ কবীরের বাবা মাহাবুবুল কবীর হিরু ০১৭৬৪৩৮২০২২ & ০১৬১১৭৫২৭০৭