আপডেট: ডিসেম্বর ৬, ২০২০
ঝালকাঠিকে একটি মডেল পৌরসভা হিসাবে রুপান্তরিত করার প্রতিশ্রুতিতে এবং পৌরসভার উন্নয়নের লক্ষ্যে শুক্রবার (০৪,ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি পৌর-মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে ঝালকাঠি পৌরসভায় ৫০টি রাস্তা-ড্রেন প্রকল্পের শুভ উদ্বোধন।
এ প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের অভিভাবক জননেতা, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী এবং ১৪ দলের সম্বন্বয়ক সংগ্রামী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক জনাব মোঃ জোহর আলী , ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান জনাব সরদার মোঃ সাহআলম, জেলা পুলিশ সুপার জনাব ফাতিহা ইয়াসমিন এবং প্রমুখ।