আপডেট: জানুয়ারি ১১, ২০২১
নিরাপত্তার চাহিদা অন্যতম চাহিদা, এই নিরাপত্তার চাহিদা পূরণকল্পে প্রতিমাসের নির্ধারিত দিনে এ–ই ওপেন হাউজ ডে’তে আপনারা এসে থাকেন। আপনাদের ব্যক্তিগত সমস্যা না থাকলেও এইদিন আপনারা আসবেন সামগ্রিক মঙ্গলে আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করবেন। এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। বিট অফিসার বিট এলাকায় একেকজন সামাজিক নেতা। অপরাধ–বিরোধ সংঘটিত হওয়ার আগেই বেশি বেশি তথ্য আদান–প্রদান এর মাধ্যমে বিট এলাকায় কমিউনিটি পুলিশিং তথা সুশীল সমাজের নেতৃবৃন্দের সহায়তায় বিচক্ষণতার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে দ্রুততম সময়ে দমন করতে হবে।সামাজিক সমস্যাগুলো সামাজিক প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সমাধানে ব্যার্থ হলে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশ একা কোন কাজ করতে পারেনা,সংশ্লিষ্ট এলাকার জনগণের সম্পৃক্ততা, সহযোগিতা না পেলে এখতিয়ারভুক্ত সেবা দানে অনেক ক্ষেত্রে ব্যার্থ হতে হয়। সম্মিলিত উদ্যোগ একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল রোববার সকাল ১১ টায় এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে তে এসকল কথা বলেন প্রধান অতিথি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম–বার। নির্মাণাধীন বিএমপি এয়ারপোর্ট থানা ভবনে ওপেন হাউজ ডে তে সভাপতিত্ব করেন উপ–পুলিশ কমিশনার(উত্তর) খায়রুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ কমিশনার বিএমপি এয়ারপোর্ট জোন নাসরিন জাহান। এসময়ে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত এয়ারপোর্ট থানা বিএমপি শাহ মোহাম্মদ ফয়সাল, পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব, এয়ারপোর্ট থানার অফিসারবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।